হোম > সারা দেশ > ঢাকা

ইউএনওকে উড়োচিঠি দিয়ে হত্যার হুমকি

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাতে লেখা দুটি চিঠি পাওয়ার পর পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইউএনও। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে ২টি চিঠি অফিসে গ্রহণ করা হয়। খুলে দেখি আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে চিঠি লেখা হয়েছে। তবে কে বা কারা চিঠিটি লিখেছে তা উল্লেখ নেই। 

মনদীপ ঘরাই আরও জানান, সম্প্রতি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শরীয়তপুরে বেশ কিছু অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বিনষ্ট করা হয়। চিঠিতে ড্রেজার নষ্ট করে চিঠি প্রদানকারীর ক্ষতি সাধন করা হয়েছে উল্লেখ করা হয়। এছাড়াও মাদকের বিষয়েও বিভিন্ন তৎপরতা নিয়ে তাদের ক্ষোভের কথা তারা উল্লেখ করেছে চিঠিতে। এছাড়াও চিঠিতে বেশ কিছু বিষয়ে তাদের আপত্তির কথা তারা উল্লেখ করেছেন। 

নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। 
 
পালং মডেল থানার ওসি আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ডাক বিভাগের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাতে লেখা দুটি চিঠি পাঠানো হয়। তিনি চিঠি দুইটি পড়ে সেখানে বেশ কিছু অসংগতি পেয়েছেন। 
একটি চিঠিতে সরাসরি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর তিনি আমাকে বিষয়টি জানান এবং পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। আশা করি তদন্ত শেষে পুরো বিষয়টি বেরিয়ে আসবে। 

অবহেলায় ‘ভুতুড়ে বাড়ি’ শহীদ জিয়া হল

রাজধানীর মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

সেকশন