কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
সরকারের নানা পদক্ষেপের কারণে এবার স্বস্তিতে মানুষ বাড়ি ফিরতে পারবে বলে আশা প্রকাশ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‘ইতিমধ্যে সরকার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ, যাত্রী সাধারণ যাতে সহজে গন্তব্যে পৌঁছাতে পারে এ জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে। আমরা সব জায়গাতেই পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত যানচলাচল স্বাভাবিক আছে। তাই আশা করি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘এখন পদ্মা সেতু দিয়ে মানুষ দ্রুত সময়ে পার হয়ে বাড়ি যেতে পারে। রাস্তা-ঘাট আগের তুলনায় অনেক ভালো হয়েছে। সব জায়গাতেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সাধারণ মানুষ যাতে নিজ নিজ গন্তব্যে যথাসময়ে যেতে পারে সে জন্য র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থা সবাই মিলে একসঙ্গে কাজ করছে। আশা করি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।’
তিনি আরও বলেন, ‘চন্দ্রায় রাস্তা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আগে যাত্রীদের যে দুর্ভোগ দেখেছি, এখন সে দুর্ভোগ আর নেই। এ অবস্থা আগামীতে আরও ভালো হবে। ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে, সেই বিশেষ চাপের কারণে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়। এবারও আমরা এ রকম ব্যবস্থা নিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান, আবু তোরাব মো. শামসুর রহমান ও আলমগীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন।