উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ‘লাভলীন রেস্টুরেন্ট’ নামে এটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। দীর্ঘ প্রচেষ্টার পর রেস্তোরাঁর ভেতর থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের ওই রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘ওই রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি, কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘রেস্তোরাঁর ভেতর থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি।’
ঘটনাস্থলে থাকা থানা-পুলিশ ও গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘রেস্টুরেন্টটির ভেতর থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া বের হচ্ছে। শোনা যাচ্ছে, সেখানে বেশ কয়েকজন আটকা পড়েছেন। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’