নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা টেমুর মোড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। আজ সোমবার (৭ জুন) ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাততলা টেমুর মোড় বস্তিতে আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পরে আরও কয়েকটি ইউনিট যোগ হয়ে কাজ শুরু করে। এখন মোট ১৮টি ইউনিট কাজ করছে। তবে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আসতে বেগ পেতে হচ্ছে। এখনো নিয়ন্ত্রণের কাজ চলছে।
জানা গেছে, এ বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে এবং প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। ইতিমধ্যে অন্তত ৩০০-৩৫০টি ঘর আগুনে পুড়ে গেছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস। এমনকি আগুনের সূত্রপাত সম্পর্কেও কিছু জানাননি।
ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।