হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৮টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা টেমুর মোড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। আজ সোমবার (৭ জুন) ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাততলা টেমুর মোড় বস্তিতে আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পরে আরও কয়েকটি ইউনিট যোগ হয়ে কাজ শুরু করে। এখন মোট ১৮টি ইউনিট কাজ করছে। তবে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আসতে বেগ পেতে হচ্ছে। এখনো নিয়ন্ত্রণের কাজ চলছে।

এদিকে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। বাতাসে ধোঁয়া উড়ে আসায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

জানা গেছে, এ বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে এবং প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। ইতিমধ্যে অন্তত ৩০০-৩৫০টি ঘর আগুনে পুড়ে গেছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস। এমনকি আগুনের সূত্রপাত সম্পর্কেও কিছু জানাননি।

ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন