হোম > সারা দেশ > ঢাকা

টিম খোরশেদ পেল এশিয়া বুক অব রেকর্ড স্বীকৃতি

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জে করোনাভাইরাস মোকাবিলায় আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। করোনাকালে দাফন, সৎকার, অক্সিজেন ও প্লাজমা সরবরাহ, অ্যাম্বুলেন্স, টেলিমেডিসিন সেবা, খাদ্য সরবরাহসহ সার্বিক কাজের জন্য ‘এশিয়া বুক অব রেকর্ড’-এর স্বীকৃতি পেয়েছে টিম খোরশেদ। 

আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন টিম খোরশেদের প্রধান সমন্বয়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদে এশিয়া বুক অব রেকর্ডের প্রধান কার্যালয় থেকে পাঠানো সনদপত্র, মেডেল ও স্যুভেনির আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে টিম খোরশেদের কাছে পাঠানো হয়। 

করোনা মহামারি শুরুর পর বিভিন্ন মানবসেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন বা সৎকারে এগিয়ে আসেন তিনি এবং তাঁর ডাকে সাড়া দেওয়া স্বেচ্ছাসেবীরা। তাঁরা এ ক্ষেত্রে কোনো ধর্ম-বর্ণের বাছবিচার করেননি। সবার পাশে দাঁড়িয়েছে টিম খোরশেদ। ক্রমে এই কার্যক্রম খাবার সরবরাহ থেকে শুরু করে গুরুতর রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, বা ঘরে বসে চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ঘরে সরবরাহ করার মতো কাজে এগিয়ে আসেন। বহু মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে। এর প্রতিদানও জনগণ তাঁকে দিয়েছে এবারের নাসিক নির্বাচনে। তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মানুষের ভালোবাসা তো আছেই। 

প্রাপ্তির বিষয়ে খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা টিমের সদস্য আছি, তারা মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানাই। আমরা স্বীকৃতির জন্য নয়, মানুষের জন্য কাজ অব্যাহত রাখতে চাই। আবারও করোনা সংক্রমণ বাড়ছে। আমরা এবারও প্রস্তুত মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে।’ 

এই অর্জন নিজের দলের সদস্যদের উৎসর্গ করে টিম খোরশেদের প্রধান সমন্বয়ক বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সব স্বেচ্ছাসেবকের ত্যাগের ফসল ও আল্লাহর রহমত। আমরা শপথ করেছিলাম করোনা শেষ না হওয়া পর্যন্ত টিম খোরশেদ সক্রিয় থাকবে। সেই শপথ বাস্তবায়নে অটুট থাকব ইনশা আল্লাহ।’ 

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন