হোম > সারা দেশ > খুলনা

ঘুষ নেওয়ার অভিযোগ: মাগুরায় কাস্টমসের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় একটি ওষুধ কোম্পানির লোকজনকে হয়রানি করার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত দুজন হলেন রাজস্ব কর্মকর্তা মো. বাহারুল ইসলাম ভূঁইয়া ও সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মাদ আল-মনছুর।

গত মঙ্গলবার যশোর ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাঁদের বরখাস্ত করা হয়।

মাগুরা কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি একটি অভিযোগ করেছিলেন মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকার ‘ভিশন ড্রাগস লিমিটেডের’ একজন কর্মকর্তা। পরে বাহারুল ইসলাম ভূঁইয়া চুয়াডাঙ্গা ও মুহাম্মাদ আল-মনছুরকে মেহেরপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে বদলি করা হয়। মাগুরার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের বিভাগীয় কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য জানান। 

আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই কোম্পানির দেওয়া অভিযোগ পাওয়ার পর ৯ ফেব্রুয়ারি অভিযুক্ত দুজনকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়। এরপর অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি অভিযোগের তদন্ত করে। অভিযোগগুলো হলো এখতিয়ার-বহির্ভূতভাবে প্রতিষ্ঠানের গাড়ি আটক ও হয়রানি; ভুয়া কেস নথি তৈরি করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা। তবে সেখানে আর্থিক লেনদেনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এ ছাড়া ওই দুই কর্মকর্তা মাগুরায় কর্মরত থাকা অবস্থায় সরকারি নিয়মে কর আদায় না করে স্থানীয় ভিশন ড্রাগস লিমিটেড থেকে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ভয়ভীতি দেখিয়েছেন, যা সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর সত্যতা পাওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে কমিটি। 

ভিশন ড্রাগস লিমিটেডের পরিচালক ডা. এস এন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ওই দুই কর্মকর্তা ভিশন ড্রাগস লিমিটেডের একটি পণ্যবাহী গাড়ি আটক করেন। তাঁরা চালকের কাছ থেকে গাড়ির চাবি ও ফোন ছিনিয়ে নেন। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ওই দুই রাজস্ব কর্মকর্তা দুজন সিপাহি নিয়ে ভিশন ড্রাগস লিমিটেডে যান এবং অভিযানের বিষয়ে কাউকে না জানাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে হুমকি দেন। পরদিন সকালে আবার তাঁরা ওই প্রতিষ্ঠানে যান। তখন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজনের স্বাক্ষর নেন এবং এক কোটি টাকা ঘুষ দাবি করেন।

এস এন শিকদার আরও বলেন, ‘তাঁরা একটি মামলার কপি ধরিয়ে দেন। পরে জানলাম, ওটা ভুয়া মামলার কপি। ঘুষের টাকা না দিলে সব পরিচালককে জেলের ভাত খাওয়ানোর হুমকিও দেওয়া হয়। ১৯, ২৬ ও ২৯ জানুয়ারি ওই দুই কর্মকর্তা ২০ লাখ টাকা ঘুষ নেবেন বলে কথা চলছিল।’ এক প্রশ্নের জবাবে ভিশন ড্রাগস মাগুরার পরিচালক এস এন শিকদার বলেন, ‘তাঁদের সঙ্গে যোগাযোগ করার মতো পরিস্থিতি এখন নেই। যা অভিযোগ করার তা আমরা কোম্পানি থেকে করার চেষ্টা করেছি। বাকিটা তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তর করবে বলে আমরা আশা করছি।’

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

সেকশন