হোম > সারা দেশ > খুলনা

খুলনার শিববাড়ি মোড়ের নাম ‘শহীদ মীর মুগ্ধ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি

খুলনার শিববাড়ি মোড়ের নাম পাল্টে শহীদ মীর মুগ্ধ চত্বর ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মুগ্ধ স্মরণে এ মোড়ের নাম শহীদ মীর মুগ্ধ চত্বর নামকরণ করার ঘোষণা দেন তাঁরা। 

আজ রোববার দুপুরে শিববাড়ি মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শহীদ মীর মুগ্ধ চত্বর’ লেখা একটি ব্যানার মোড়ের মাঝখানে ঝুলিয়ে দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা এই দাবির সমর্থন জানিয়ে মীর মুগ্ধ এর নামে স্লোগান দিতে থাকেন। 

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে হাজার হাজার সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায়। শিক্ষার্থী ও সাধারণ মানুষের সমাগমে জনস্রোতে পরিণত হয় শিববাড়ি মোড়। এ সময় নিহত মীর মুগ্ধ স্মরণে শিববাড়ি মোড়কে শহীদ মীর মুগ্ধ চত্বর হিসেবে ঘোষণা করেন আন্দোলনকারীরা। 

আন্দোলনে রাকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘শহীদ মীর মুগ্ধ এর স্মরণে আজ থেকে শিববাড়ি মোড়ের নাম পাল্টে হবে ‘শহীদ মীর মুগ্ধ চত্বর’। সে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। আমরা তার হত্যার বিচার চাই।’ 

আন্দোলনে এক অভিভাবক বলেন, ‘মীর মুগ্ধ আমারও সন্তান। আমরা তার হত্যার বিচার চাই। একই সঙ্গে এই স্বৈরাচার সরকারের পদত্যাগ চাই আমরা।’ 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

সেকশন