প্রতিনিধি, যশোর
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুজন। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা গেছেন ৩১১ জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩৬ জন। নমুনা বিবেচনায় সংক্রমণের হার ৩১ দশমিক ৩৪ শতাংশ। আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ।
ডা. রেহেনেওয়াজ জানান, রোববার তাঁরা ৪৩৪টি নমুনার ফল পেয়েছেন। এর মধ্যে যশোর সদরে ৫৭, অভয়নগরে ২৪, শার্শায় ১৭, চৌগাছায় ১৩, বাঘারপাড়ায় ১১, মনিরামপুরে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৭৪৮ জনে।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এদের মধ্যে ৫ জন হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজন ছিলেন ইয়েলো জোনে। যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১১৫ জন এবং ইয়েলো জোনে ৩৬।