হোম > সারা দেশ > খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী জাপান যাচ্ছেন 

খুবি প্রতিনিধি

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নয়জন শিক্ষার্থী জাপান যাচ্ছেন। আজ বুধবার তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। 

এ সময় ড. মাহমুদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘উচ্চশিক্ষার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তুরস্ক, ইরান, জার্মানি, ভারতসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুবির কোলাবরেশন, শিক্ষার্থী এক্সচেঞ্জসহ যৌথ গবেষণার কার্যক্রম চলমান আছে। এ ছাড়া উন্নত বিশ্বের আরও অনেক বিশ্ববিদ্যালয় আগ্রহ প্রকাশ করছে।’ 

এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ইয়ামানশির মধ্যে যৌথ গবেষণা, অ্যাকাডেমিক এক্সচেঞ্জ এবং যৌথ কর্মশালা আয়োজনের দ্বার উন্মোচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

শিক্ষার্থীরা হলেন–সৌরভ বর্মণ, আনিন হাসান, সুমন রায়, আল-হেলাল, দীপাঞ্জনা রায় চৌধুরী, তাসফিয়া তাহসিন, আসফিয়া আফরিন, মাহমুদুল হাসান আবিদ এবং ইফফাত আরা তালিন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিন বিভাগের শিক্ষার্থী। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শামীম আহসান। 

প্রতিনিধি দলের সদস্যরা জাপান বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সির (জেএসটি) আমন্ত্রণ ও অর্থায়নে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানশিতে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করবেন। 

এ ছাড়া তারা এক্সচেঞ্জ প্রোগ্রামে শিক্ষক ও শিক্ষার্থীরা ফিউচার অপটিক্যাল অ্যান্ড ওয়ারলেস কমিউনিকেশন টেকনোলজির বিষয়ে জাপানের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন, যা ভবিষ্যতে বাংলাদেশের আইসিটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

সেকশন