হোম > সারা দেশ > খুলনা

ভাতার টাকা না পেয়ে অনশন

প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ০৬

কুষ্টিয়ার দৌলতপুরে সুবিধাভোগীর ভাতার টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে। ভাতাবঞ্চিতরা মঙ্গলবার রাতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনশন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তাঁরা অনশন ভাঙেন।

এ দিকে পাওনা টাকা আদায়ের দাবিতে গত মঙ্গলবার দৌলতপুর সমাজসেবা অফিস অবরুদ্ধ করে অনশন করেন ভাতাগ্রহীতারা। ওই দিন সকাল থেকে প্রায় ৩৫ জন সুবিধাভোগী রাত ১০টা পর্যন্ত সমাজসেবা অফিসে অবস্থা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তাঁরা রাতে বাড়ি ফিরে যান বলে জানা যান। এ সময় তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

খোঁজ নিয়ে জানা গেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হচ্ছে। আর এই টাকা যাবে প্রতিটি সুবিধাভোগীর নিজ নগদ অ্যাকাউন্টে। তবে অনেক সুবিধাভোগী জানেন না তাঁদের টাকা কোনো নম্বরে যাচ্ছে। এ সব টাকা পৌঁছে দেওয়ার জন্য তাঁদের যে নগদ অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, সেখানে কারও নম্বর ভুল, কারও নম্বর থাকলেও ওই নম্বর কার তা জানেন না ভাতাভোগীরা।

এ কারণে সঠিকভাবে ভাতাভোগীরা তাঁদের প্রাপ্য পাচ্ছেন না। অনেক নম্বর বন্ধ থাকায় টাকা কে নিয়েছেন তাও জানা যাচ্ছে না। এমন অভিযোগ নিয়ে প্রতিদিন উপজেলা সমাজসেবা অফিসে ভাতাভোগীরা ভিড় জমাচ্ছেন। তবে কোনো সুফল পাননি তাঁরা।

মঙ্গলবার রাতে কথা হয় পিয়ারপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আমদহ এলাকার বয়স্ক ভাতা গ্রহীতা আব্দুস সাত্তার বলেন, ভাতার টাকা মোবাইল অ্যাকাউন্টে আসবে বলে আমরা কাগজপত্র জমা দিয়েছি। পরে অনেকের টাকা এলেও আমরা নামের টাকা এক বছর ধরে পাইনি। সমস্যা সমাধানের জন্য সকাল ৯টা থেকে অনশন করছি। কোনো সমাধান না পাওয়া পর্যন্ত বাড়ি যাব না।

কথা হয় সকাল থেকে বসে থাকা সুবিধাভোগী অন্তঃসত্ত্বা মিতু আক্তারের সঙ্গে। তিনি বলেন, এক বছর ধরে ভাতার টাকা পাচ্ছি না। এ কারণে আজ সমাজসেবা অফিসে এসেছি। এখনো কোনো সমাধান পেলাম না। আমার টাকা নাকি অন্য কারও নম্বরে চলে গেছে।

পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু জানান, নগদের নম্বর ভুলের কারণে অনেক ভাতাভোগী এক বছর ধরে ভাতা পাচ্ছেন না। এ কাজটি করেছে মূলত একটি চক্র। অনেকের টাকা অন্যের মোবাইলে চলে গেছে। বিষয়টি সমাধান করার জন্য সমাজসেবা অফিসকে জানানো হয়েছে। তবে যারা নগদ অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন তাঁরা এবং উপজেলা সমাজসেবা অফিসারেরা এই দুর্নীতির সঙ্গে জড়িত।

মঙ্গলবার রাতে দেওয়া বক্তব্যে ভাতা কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান বলেন, দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা করব।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বলেন, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা না পাওয়া সুবিধাভোগীরা সমাজসেবা কার্যালয়ে সকাল থেকে অনশন করছেন। আমি সেখানে গিয়েছিলাম। তাঁদের কাছ থেকে বিষয়টি জেনেছি। এ বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

অভিযোগ তদন্তে আসা কুষ্টিয়া সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মুরাদ হোসেন বলেন, ‘সুবিধাভোগীদের টাকা কোনো কর্মকর্তা বা কর্মচারী তছরুপ করবেন এমন কোনো সুযোগ নেই। টেকনিক্যাল কিছু সমস্যার কারণে এসব জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা এখনো অফিসেই আছি। এ বিষয়ে কাজ করছি। আগামী ১৫ দিনের মধ্যে এই জটিলতা নিরসন হবে।

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ দম্পতি গ্রেপ্তার

আ.লীগ সরকারের সময়ে দখলে নেওয়া জমি উদ্ধার

ঝিনাইদহে কাঠ কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ২

সেকশন