হোম > সারা দেশ > খুলনা

আশ্রয় পেয়ে আত্মহারা

আনোয়ার হোসেন, মনিরামপুর

যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে ভাইদের আশ্রয়ে থাকতেন সম্বলহীন বিধবা প্রতিবন্ধী সালেহা বেগম (৫০)। দুই ছেলে বিয়ে করে থাকেন শ্বশুরবাড়ি। তাঁরা মায়ের কোনো খোঁজ নেন না।

ভিক্ষা করে পেট চলে এই নারীর। স্বামী বেঁচে থাকতেও একই কাজ করতে হতো তাঁকে। উপজেলার মাচনা ভূমিহীন পল্লিতে নিজ নামে বরাদ্দ সরকারি জমিতে মুজিববর্ষের উপহার পাকা ঘর পেয়েছেন তিনি। মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেয়ে যারপরনাই খুশি সালেহা।

একই পল্লিতে ঘর পেয়েছেন ভিক্ষুক গোলাম মোস্তফা। স্ত্রী শাহিদা বেগম ও মেয়ে বিউটি খাতুনও ভিক্ষা করেন। এই ভিক্ষুক পরিবার সিলেমপুর বাজারে সরকারি জমিতে খুপরিতে থাকত বহু বছর। সরকারি ঘর পেয়ে এই ভিক্ষুক পরিবার এখন লাখপতি।

স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় উপজেলার ভরতপুর গ্রামে অন্যের আশ্রয়ে থেকে মেয়ে ফাতেমাকে নিয়ে ভিক্ষা করতেন আকলিমা বেগম। এখনো ভিক্ষা করেন মা-মেয়ে। মাচনা মৌজায় তাঁরাও পেয়েছেন পাকা বাড়ি।

একই পল্লিতে চার সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন ঘরে উঠেছেন নানা রোগে আক্রান্ত আবু বক্কর ছিদ্দিক। বাবা ইসমাইল হোসেনের কিছু না থাকায় বেগমপুর গ্রামে মামাদের আশ্রয়ে থাকতেন তিনি।

ঘর পাওয়া সালেহা বলেন, ‘অন্যের দুয়ারে চেয়েচিন্তে পেট চলে। জীবনে অনেক কষ্ট করেছি। কোনো দিন ভাবিনি পাকা ঘর হবে। সেই ঘরে ঘুমাতে পারব। প্রধানমন্ত্রীর দয়ায় আমি পাকা ঘরে থাকছি। এখন আমার জমি হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মনিরামপুরের ২৯২টি ভূমিহীন পরিবার পেয়েছে নিজের নামে দুই শতক জমি। সেখানে ১ লাখ ৭১ হাজার টাকায় একটি বারান্দা, টয়লেট ও রান্নাঘরসহ রঙিন টিনের দুই কক্ষবিশিষ্ট পাকা বাড়ি নির্মিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে সরেজমিন মাচনা গুচ্ছগ্রামে গেলে এমনটি জানান ওই পল্লির বাসিন্দারা। ওই পল্লিতে ৬৪টি পরিবার ঘর পেয়েছে। মনিরামপুরে সরকারি জমিতে দুই ধাপে ২৯২টি পাকা ঘর নির্মিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিদ বলেন, মনিরামপুরে ভূমিহীনদের জন্য ২৯২টি ঘর নির্মাণ করা হয়েছে।

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান বলেন, ‘এখনো অনেকে ঘরের জন্য আবেদন করছেন। সেগুলো যাচাইবাছাই করা হচ্ছে। সামনে ঘর বরাদ্দ এলে প্রকৃত দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।’

৯ কোটির প্রকল্প, নেই সুফল

খুলনা পাউবোর যান্ত্রিক ওয়ার্কশপে ২৬ লাখ টাকা অনিয়মের প্রমাণ পেল দুদক

মোংলা বন্দরে নিলামে উঠেছে ৭০টি দামি গাড়ি

টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়াল নিয়ে যুবদল নেতা মানিক হত্যাকাণ্ড

মেসির বিশাল ছবি এঁকে প্রশংসায় ভাসছেন খুলনার নয়ন মন্ডল

সুন্দরবনে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকেরা, তুললেন ছবিও

এমএম কলেজে বহিরাগতদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষ

চুয়াডাঙ্গায় তাপমাত্রার উন্নতি, ফের কমতে পারে ২৬ জানুয়ারি থেকে

লীগ বলয়ের সন্ত্রাসী রাকিবের বিএনপিতে ভেড়ার চেষ্টা

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

সেকশন