কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক স্বাস্থ্যসচিব আবদুল মান্নানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়। উপজেলার চান্দপুর ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল হক মুকুল, তাসকিন আহমেদ, আছমা আক্তার, সাব্বির হোসেন ও রাজিয়া সুলতানা। এ সময় তাঁরা সাবেক স্বাস্থ্যসচিব ক্ষমতার অপব্যবহার করে ভূমি দখল, বাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে যানবাহন চলাচলে বাধাদান এবং এলাকার নিরীহ লোকজনকে নানাভাবে হয়রানি করার অভিযোগ করেন।
অন্যদিকে সাবেক এই স্বাস্থ্যসচিবের বাড়ি ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে স্থানীয় চান্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে আজ কটিয়াদী মডেল থানায় অভিযোগ জানিয়েছেন।
জানা গেছে, চান্দপুর হাজিবাড়ির বাসিন্দা ফজলুল হক মুকুল তাঁর পুকুর ভরাট করে ভিটা তৈরির কাজ করছিলেন। মাটি ভরাটের চুক্তি নিয়েছিলেন ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাইপো সবুজ মিয়া। ট্রাক্টরে করে মাটি এনে পুকুর ভরাটের কাজ চলছিল। গতকাল শনিবার সকালে ট্রাক্টরে মাটি নেওয়ার সময় সাবেক স্বাস্থ্যসচিবের বাড়ির সামনে গেলে বাধা দেওয়া হয়। এ নিয়ে সাবেক এই সচিবের স্বজনদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ট্রাক্টরচালক ও হেলপারকে মারধর করা হয়। খবর পেয়ে ঠিকাদার সবুজ মিয়া সেখানে গেলে তাঁকেও মারধর করা হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কিছু লোক আবদুল মান্নানের বাড়িতে হামলা চালায়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জালাল উদ্দিন ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকতে বলেন। দুপুরে পুলিশ চলে যাওয়ার পর সাবেক সচিবের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয় এবং বাড়ির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। আহতদের কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবেক স্বাস্থ্যসচিবের ছোট ভাই নাসির উদ্দিন বলেন, ‘ইউপি চেয়ারম্যান মাহফুজের স্বজনেরা আমাদের বাড়ি ভাঙচুর, লুটপাট ও লোকজনকে মারধর করে।’
চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘ট্রাক্টর দিয়ে মাটি নেওয়ার সময় বাধা দেওয়া হলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। শুনেছি, এ ঘটনায় আমাকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। অথচ এ ঘটনায় আমি জড়িত নই।’
কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদত হোসেন বলেন, দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় সাবেক স্বাস্থ্যসচিবের স্বজনদের পক্ষ থেকে শফিকুল ইসলাম বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জালাল উদ্দিন বলেন, ‘আজ বিকেলে চান্দপুরের লোকজনের পক্ষে মানববন্ধন শেষে আমার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।