হোম > সারা দেশ > ময়মনসিংহ

কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি, বুকে শিশুসন্তান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ভালুকা মডেল থানায় কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি আর বুকে শিশু বাচ্চা নিয়ে দায়িত্ব পালন করছেন এক নারী পুলিশ। দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালনের সঙ্গে মমতাময়ী মায়ের ভূমিকাও পালন করছেন সমানতালে। 

রাইফেল কাঁধে রেখেই পরম মমতায় বুকে আগলে রেখেছেন শিশুসন্তানকে। ভালুকা থানার এক পুলিশ সদস্যের এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন। এই পোস্টে নেটিজেনরা ওই নারীর দায়িত্ববোধের উচ্চ প্রশংসা করছেন; শ্রদ্ধায় ভাসাচ্ছেন। 

ইউএনও ভালুকা নামে ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটিতে (ইউএনও) সালমা খাতুন লেখেন, ‘সকালে এইচএসসি পরীক্ষার প্রশ্ন দিতে ভালুকা মডেল থানায় গিয়ে অন্যরকম দৃশ্য চোখে পড়ল। এক নারী পুলিশ সদস্য তাঁর আট মাসের সন্তানকে বুকে আগলে রেখেছেন। এমনিতেই শীতকাল, তার ওপর গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সে জন্য শিশুটিও মায়ের উষ্ণ কোলের মধ্যে গুটিসুটি মেরে জড়িয়ে আছে। ছবিটি ফেসবুকে দেওয়ার কারণ একটাই। সেটা হলো সবাই দেখুক যে কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি আর বুকে বাচ্চা নিয়ে সমানভাবে দায়িত্ব পালন করা কেবল একজন নারীর পক্ষেই সম্ভব।’ 

স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যেই তাতে মন্তব্য লিখেছেন শতাধিক ফেসবুক ব্যবহারকারী। সেখানে এক নারী লিখেছেন, ‘এ জন্যই তো নারীরা সব কাজে সমান দায়িত্ব শুধু নয়, একনিষ্ঠভাবে কাজ করে পুরুষের সমকক্ষ হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি সফলতা অর্জন করে। একজন নারী তার জীবন চলার পথে জীবনযুদ্ধে লড়াই করে টিকে থাকে।’ 

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন