হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকেয়া বিল চাওয়ায় ২ বিদ্যুৎকর্মীকে দা নিয়ে ধাওয়া 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে পল্লী বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী পাঁচ মাসের বকেয়া বিল আদায় করতে গেলে তাঁদের দা দিয়ে দৌড়ানির অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে নান্দাইল পৌর সভার কাটলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রাহক মো. বাককেম ফকির ও তাঁর ছেলে রিগ্যান আহমেদ ফাহাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। 

খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ লাইন কেটে দেন। 

পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার বাসিন্দা খুরশেদ আলম ফকিরের ছেলে বাককেম ফকির পল্লী বিদ্যুতের গ্রাহক। গত পাঁচ মাস যাবৎ তিনি বিল দেননি। বর্তমানে ৭ হাজার ১৯১ টাকা বকেয়া জমা। আজ সোমবার দুপুরে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী বকেয়া বিদ্যুৎ বিল আনতে গেলে দুই কর্মচারীকে বিল দেবেন না বলে জানান তাঁরা। 

পরে তারা বিদ্যুৎ লাইন কেটে দিতে চাইলে ধারালো দা দিয়ে দুই কর্মচারীকে দৌড়ানি দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাইন কেটে দেন। 

নান্দাইল পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রাহক বাককেম ফকিরের বিরুদ্ধে এর আগেও বিদ্যুতের বকেয়া বিল থাকায় মামলা হয়েছিল। দুই কর্মচারীকে বকেয়া বিলের জন্য পাঠালে সে টাকাও দিবে না, লাইনও কাটতে দিবে না বলে দা দিয়ে দৌড়ানি দিয়েছে। আমার অফিসে এসে ফাহাদ অসৌজন্যমূলক আচরণও করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন