প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দিয়েছেন শফিকুর রেজা বিশ্বাস। মঙ্গলবার (৮ জুন) তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক এনামুল হক। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার এস এ এম রফিকুন্নবীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ বিভাগের পঞ্চম বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করলেন শফিকুর রেজা। মো. কামরুল হাসান এনডিসির বদলি জনিত কারণে শফিকুর রেজা বিশ্বাসকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস বলেন, জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।