ময়মনসিংহ প্রতিনিধি
মোটরসাইকেল বিক্রি করে ৪০০ ফুট লম্বা জাতীয় পতাকা টাঙিয়ে আলোচনায় আসা ময়মনসিংহের কুষ্টিয়ার কাবারিয়াকান্দা গ্রামের সেই যুবক আব্দুল লতিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের উপস্থিতিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এর সঙ্গে মাসব্যাপী টাঙিয়ে রাখা জাতীয় পতাকা নামানো হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে তুলে দেওয়া হয় একটি করে জাতীয় পতাকাও। সংবর্ধনা অনুষ্ঠানে আবেগে আপ্লুত হয়ে পড়েন জাতীয় পতাকা টাঙিয়ে রাখা সেই আব্দুল লতিফ।
কয়েক দিন আগে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশও ছিল টালমাটাল। শহর কিংবা গ্রাম, বাড়ির ছাদ ও গাছে টাঙানো হয়েছিল ভিনদেশি পতাকা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের জাতীয় পতাকায় ছেয়ে গিয়েছিল পুরো দেশ। ঠিক তখনই বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা টাঙিয়ে আলোচনায় এসেছিল ময়মনসিংহের কুষ্টিয়া কাবারিয়াকান্দা গ্রামের আব্দুল খালেকে ছেলে আব্দুল লতিফ। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
কেন্দ্রীয় কৃষক লীগের ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক এছাহাক আলী সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য এবিএম সিরাজুল হক সাজিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নুরুজ্জামান খোকন, কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল হক কালু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, ভিপি রাসেল প্রমুখ।