নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ২৫ জন। আজ শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপর গ্রামে এই সংঘর্ষ হয়।
নিহত আব্দুল কাইয়ুম (৬৫) বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাজেদুল রহমান সাজু ও পুলিশ জানায়, বিষ্ণুপর গ্রামে দুই বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে আব্দুল লতিফ ও মাহাবুর রহমান ঝান্টুর মধ্যে বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার স্থানীয় সালিসে দুই পক্ষের বিরোধের মিটমাট হয়। এর মধ্যে আজ শনিবার বিকেলে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টুর গ্রুপের ছেলে শিশুরা।
একপর্যায়ে খেলার বল চলে যায় আব্দুল লতিফ গ্রুপের একজনের জমিতে। এ নিয়ে দুই পক্ষের মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। সংঘর্ষে মাহাবুর রহমান ঝান্টু গ্রুপের আবুল কাইয়ুমসহ উভয় পক্ষে অন্তত ২৫ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে আব্দুল কাইয়ুমসহ ১৪ জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ৮টার দিকে আবুল কাইয়ুম মারা যান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক (পিপিএম) জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।