হোম > সারা দেশ > ময়মনসিংহ

গোয়াল ঘরে ঝুলছিল শিক্ষকের মরদেহ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গবরীকুড়া গ্রামের নিজ বাড়ির গোয়াল ঘরে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত শিক্ষকের নাম মাসুদুর রহমান আকন্দ (৪৫)। তিনি ওই গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে ও স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্ম) হিসেবে কর্মরত ছিলেন। 

ঈুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাসুদুর রহমান আকন্দ সোমবার মধ্য রাত পর্যন্ত টিভিতে খেলা দেখেন। পরে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা মাসুদুর রহমানকে ঘরে না দেখে খুঁজতে থাকেন। একপর্যায়ে মাসুদুর রহমানের স্ত্রী গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

ইউপি সদস্য আব্দুল মোতালেব আকন্দ বলেন, ‘রাতে আমরা এক সঙ্গে টিভিতে খেলা দেখেছি। পরে সে বাড়িতে চলে যায়। সকালে খবর পেলাম সে আত্মহত্যা করেছে।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন