হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত 

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ২৯ অক্টোবর ২০২১, ১৪: ০০

ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আবদুল হালিম (৪৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ি গ্রামের মৃত খমির উদ্দিনের ছেলে। আহতরা হলেন দুর্ঘটনায় নিহত আব্দুল হালিমের মেয়ে হালিমা খাতুন ও তাঁর স্বামী আলতাফুর রহমান। আহত হওয়া অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার এসআই হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে আব্দুল হালিম তাঁর মেয়ে ও জামাইসহ বাড়ি থেকে মোটরসাইকেলে ঠাকুরগাঁও শহরে যাচ্ছিলেন। পথে ভেলাজান এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হালিমের মৃত্যু হয় এবং আহত হন তাঁর মেয়ে ও জামাই। এ সময় আহত হন অপর মোটরসাইকেল আরোহী। মৃত ব্যক্তির স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

মদ্যপ অবস্থায় বিএনপির নেতাসহ ৯ জন গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত

ডিমলায় হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে আলু

সেকশন