হোম > সারা দেশ > রংপুর

বিয়ের ৪০ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু 

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ১১ অক্টোবর ২০২১, ১৬: ৩২

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর ইউনিয়নে দিথি রাণী (১৮) নামে এক গৃহবধূ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত দিথি রাণী উপজেলার কচুবাড়ী নাফিতপাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী। 

জানা যায়, প্রেম করে ৪০ দিন আগে বিয়ে করেন দিথি রাণী ও ভমর রায়। গতকাল সন্ধ্যায় দিতি রাণী পূজায় বেশি দামের শাড়ি কিনে দেওয়ার জন্য স্বামী ভমর রায়ের কাছে বায়না ধরেন। কিন্তু দিনমজুর স্বামী স্ত্রীর আবদার পূরণ করতে অস্বীকৃতি জানায়। পরে ভমর স্থানীয় বাজারে চলে যায়। সেখান থেকে বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। এ দেখে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন দিথি রাণী। গলার ফাঁস খুলে জীবিত আছে দেখে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম চয়ন বলেন, রাতে দিতি রাণী নামে এক রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের মাধ্যমে জেনেছি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

মদ্যপ অবস্থায় বিএনপির নেতাসহ ৯ জন গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত

ডিমলায় হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে আলু

সেকশন