হোম > সারা দেশ > রংপুর

হ‌রিপু‌রে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী নিখোঁজের ঘটনায় থানায় জি‌ডি

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ১০ নভেম্বর ২০২১, ২২: ৪৩

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আমগাঁও ইউনিয়নের হাকিম উদ্দিন (৪৮) নামে এক ইউপি সদস্য প্রার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার পর থেকে নিখোঁজ তিনি। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী। আজ বুধবার সকালে নিখোঁজ আব্দুল হাকিমের বোন জামাই মুনসেফ আলী বাদী হয়ে হরিপুর থানায় একটি জিডি করেন। 

জিডি সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ৫ নম্বর আমগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য পদ-প্রার্থী (ফুটবল মার্কা) আব্দুল হাকিম। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার সময় নির্বাচনী প্রচারণার জন্য বাড়ি থেকে বের হন তিনি।  রাতে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাঁর ব্যবহৃত ফোনে কল দিলে তা বন্ধ পায়। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। 

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ আব্দুল হাকিমকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।   

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে একজন নিখোঁজ থাকার পরও বৃহস্পতিবার ওই ওয়ার্ডে-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম। 

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

মদ্যপ অবস্থায় বিএনপির নেতাসহ ৯ জন গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত

ডিমলায় হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে আলু

কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলাচ্ছে বিএসএফ

সেকশন