হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, আটক ৪

পঞ্চগড় প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে পঞ্চগড়ে মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে ‘সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। পরে সেখান থেকে একটি মিছিল বের করলে পুলিশ তাঁদের বাধা দেয়।

বিক্ষোভকারীরা নানান স্লোগান দিতে থাকেন। মিছিল করতে না পারলেও পুলিশের বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। 

বিক্ষোভে আসা শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে তাঁদের আন্দোলন চলবে। এতে যত বাধাই আসুক, শত বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। এ সময় বিক্ষোভ থেকে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) আমিরুল্লা বলেন, তাঁদের জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। সার্বিক বিষয় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হিলিতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মেডিকেলে সুযোগ পেলেও মুখ মলিন

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

সেকশন