হোম > সারা দেশ > রংপুর

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১, ০৪: ৩৮

ঠাকুরগাঁও রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ খোকন নামে এক যুবক মারা গেছেন। সোমবার রাত ৯টায় উপজেলার নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক পৌরশহরের সন্ধারই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের ছেলে। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মোটরসাইকেল ও নসিমন মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নসিমন ও তার ড্রাইভার আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। নিহত যুবকের পক্ষ থেকে কোনো মামলা হলে নসিমন ও তার ড্রাইভারকে আমরা আটক দেখাব। 

রমেক হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

নীলফামারীতে স্ত্রীর মামলায় সওজ নিরাপত্তা কর্মকর্তার কারাদণ্ড

সিলিকা জেলকে মাদক ভেবে শিক্ষককের হাতে হাতকড়া, ক্ষমা চাইল পুলিশ

পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক

সেকশন