হোম > সারা দেশ > সিলেট

বড়লেখায় দুর্বৃত্তের আগুনে পুড়ল আ.লীগ নেতার ট্রাক 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী চেষ্টা চালিয়ে তা দ্রুত নিভিয়ে ফেলেন। আজ শনিবার উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সনজিত কুমার দাস উপজেলার পূর্ব-দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক। 

সনজিত কুমার দাস অভিযোগ করেন, আজ ভোরে দুর্বৃত্তরা তাঁর বসতঘরসংলগ্ন গ্যারেজে থাকা ট্রাকে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই গাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় আগুন পাশের বসতঘরের দিকে ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন। এতে বসতঘরটি রক্ষা পায়। ট্রাকটি পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

তিনি আরও জানান, এর আগে গত ১০ আগস্ট রাতে গ্যারেজ থেকে ৪০০ কেজি রড চুরি হয়। ৮ অক্টোবর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে ৬০–৭০ হাজার টাকার মাছ মেরে ফেলা হয়। এর দুই দিন পর (১০ অক্টোবর) বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এসব ব্যাপারে আজ তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। 

এ ব্যাপারে বড়লেখা ফায়ার স্টেশন অফিসার মোল্লা শামীম আহমদ জানান, বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ ভোরে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হন। কিন্তু, কাছাকাছি পৌঁছামাত্র ভুক্তভোগীর (সনজিত দাস) পক্ষ থেকে জানানো হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর তাঁরা ফিরে যান। গ্যারেজে ট্রাক পুড়ার তথ্য তিনি দেননি। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদার সনজিত দাসের বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ বা ট্রাক পুড়ে যাওয়ার ও রড চুরির ঘটনা পুলিশকে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট বার নির্বাচনে ভরাডুবি: জেলা ও মহানগর বিএনপিকে শোকজ

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

সেকশন