কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। আজ শুক্রবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুল হক বাদশাহ আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুনবী। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলায় থাকায় থাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।