হোম > সারা দেশ > সিলেট

পুলিশ পরিদর্শকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, নারী কনস্টেবল প্রত্যাহার

সিলেট প্রতিনিধি

সিলেট মহানগর পুলিশের আদালত পরিদর্শক প্রদীপ কুমার দাসের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে এক নারী কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। এর আগে একই অভিযোগে প্রদীপ কুমার দাসকেও ক্লোজড করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই নারী কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনে যুক্ত করা হয়। 

অভিযুক্ত ওই নারী কনস্টেবল ছুটিতে ছিলেন। তাঁর ছুটি বাতিল করে ক্লোজড করা হয়। পাশাপাশি ছুটিতে থাকা অবস্থায় প্রদীপ কুমার দাসের কক্ষে রাতের বেলায় কী কারণে গেলেন—এই মর্মে উপযুক্ত কারণ দর্শাতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে গত বুধবার রাতে আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ ওঠে প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে। 

পুলিশ জানায়, ছুটিতে থাকা ওই নারী কনস্টেবলকে রাতে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। পরে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। 

এরপর ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজড করে গত বৃহস্পতিবার পুলিশ লাইনসে যুক্ত করা হয়। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফউল্লাহ তাহের জানান, অভিযুক্তের সত্যতা পেলে প্রদীপ এবং ওই নারী কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বেড়েছে

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র রিফাতের

সিলেট বার নির্বাচনে ভরাডুবি: জেলা ও মহানগর বিএনপিকে শোকজ

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সেকশন