শাবিপ্রবি প্রতিনিধি
স্লোগান, আন্দোলন, অনশনে উত্তপ্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্যের পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনে সব যেন স্থবির হয়েছে গেছে। অনশন করা শিক্ষার্থীদের মধ্যে ২০ জন অসুস্থ হয়ে এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরটির সড়কে বিভিন্ন স্লোগান লিখে অন্যরকম প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। গোলচত্বরটির সড়কে শিক্ষার্থীরা রং তুলিতে লিখেছেন উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা স্লোগান।
আজ সোমবার সরেজমিনে দেখা যায়, ‘সেভ সাস্ট’ হ্যাশট্যাগ দিয়ে তাঁরা ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘পতন পতন পতন চাই, স্বৈরাচারের পতন চাই’, ‘যেই ভিসি মিথ্যা বলে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচার নিপাত যাক, শাবিপ্রবি মুক্তি পাক’ স্লোগান লিখেছেন।
গতকাল রোববার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুখপাত্র সাদিয়া আফরিন।
উল্লেখ, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী।
শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।