হোম > অর্থনীতি

সোনার দাম ভরিতে কমল ৩৪৫২ টাকা

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম আরেক দফা কমেছে। এ দফায় প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার রাতে সোনার দাম কমানোর এ ঘোষণা দেয়। নতুন দর আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে। সোনার দামের পাশাপাশি রুপার দামও কমেছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরির দাম হয়েছে ২ হাজার ৬২৪ টাকা।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, দাম কমার পরে ২২ ক্যারেট সোনার ভরি আগামীকাল থেকে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা এবং ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৩ হাজার ১৬০ টাকায়।

আজ বৃহস্পতিবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা। এ ছাড়া আজ পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৫৭৫ টাকায় বিক্রি হয়েছে।

এর আগে গত ৩০ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরির দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায়। দেশের বাজারে সেটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

এদিকে রুপার দাম কমার পরে হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরি দাঁড়াবে ২ হাজার ৬২৪ টাকা। ২২ ক্যারেটের ভরিতে রুপার দাম কমেছে ১১৭ টাকা। এ ছাড়া দাম কমার পরে ২১ ক্যারেট রুপা ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট রুপা ২ হাজার ১৪৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম হয়েছে ১ হাজার ৬১০ টাকা।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন