হোম > অর্থনীতি

চীনের বিরুদ্ধে বাণিজ্য বিধিনিষেধের পথে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক

লিথুয়ানিয়ার সঙ্গে চীনের বাণিজ্য বিতর্কের পর সদস্য দেশগুলোকে রক্ষায় বাণিজ্য কৌশল প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় কোনো সদস্য দেশের ওপর ভিন্ন দেশ চাপ প্রয়োগ করলে, পাল্টা ওই দেশটির ওপর নানা ধরনের বিধিনিষেধ দেওয়া যাবে।

নতুন এই বাণিজ্য অস্ত্র প্রয়োগ করা হলে ইউরোপের ২৭টি দেশের জোট নিজের সদস্য দেশকে রক্ষায় চাপ প্রয়োগকারী দেশের পণ্যে শুল্ক আরোপ, বিনিয়োগ সীমিত করা ও সরকারি চুক্তিতে অংশ নেওয়ার সুযোগ সীমিত করতে পারবে। এ পদক্ষেপকে ‘অর্থনৈতিকভাবে জিম্মি’ করার সমার্থক হিসেবে দেখা হচ্ছে।

ইইউ অর্থনীতি কমিশনার ভালদিস দোমব্রোভস্কিস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইইউ যেসব ধরনের অর্থনৈতিক জবরদস্তিকে প্রত্যাখ্যান করে, তার জোরালো সংকেত দেয় নতুন এই উদ্যোগ। আমরা আমাদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষায় আরও দৃঢ় হব।’

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারের জের ধরে চীন সদস্য দেশ লিথুয়ানিয়ার ওপর বাণিজ্য বিধিনিষেধ দেওয়ার পর ইইউ অর্থনৈতিক পেশিশক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। কারণ, তাইওয়ানকে নিজের অঞ্চল বলে দাবি করে বেইজিং।

ইইউ এরই মধ্যে বিধিনিষেধ নিয়ে শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দ্বারস্থ হয়েছে। তবে লিথুনিয়ার ওপর চাপ প্রয়োগের বিষয়টি অস্বীকার করেছে।

এক বছরের আলোচনার পর ইইউ সদস্য রাষ্ট্র ও আইনপ্রণেতারা আলোচনা করে এই বাণিজ্য অস্ত্র ব্যবহারে সম্মত হলো।

ইইউ পার্লামেন্ট ও সদস্য দেশগুলো আনুষ্ঠানিক অনুমোদনের পর এ বছরই পরের দিকে এটা কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।

এই বাণিজ্য অস্ত্র এখন ইউরোপীয় কমিশনের কাছে আরও ক্ষমতা দেবে। কিন্তু মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হলেই কেবল শেষ চেষ্টা হিসেবে এটি ব্যবহার হবে। 

সাধারণত ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো কমিশনে অভিযোগ করে। সেখানে জবরদস্তি থাকলে সিদ্ধান্ত দিতে চার মাস সময় লাগে। কিন্তু তার জন্য সংখ্যাগরিষ্ঠ ইইউ সদস্য দেশের সম্মতির দরকার হয়।

তেমন সিদ্ধান্ত হলে মধ্যস্থতার পর্ব শুরু হয়, যাতে সংশ্লিষ্ট তৃতীয় দেশকে আপত্তিকর পদক্ষেপ বাতিল করাতে রাজি করাতে চায় কমিশন।

এই উদ্যোগ ব্যর্থ হলেই তবে ইইউ তার নতুন বাণিজ্য অস্ত্র প্রয়োগ করতে পারবে।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন