অনলাইন ডেস্ক
সৌদি আরবের জেনারেল অথোরিটি অফ সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) সম্প্রতি ঘোষণা করেছে, ওমরাহ, হজ বা ভ্রমণ ভিসায় সৌদি আরবে প্রবেশের জন্য ভ্রমণের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা গ্রহণ বাধ্যতামূলক।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস সারা দেশে মেনিনজাইটিস ভ্যাকসিন ইনগোভ্যাক্স এসিডাব্লিউওয়াই সরবরাহ করছে। রাজধানীর ল্যাবএইড, প্রাভা হেলথ, ভাইরোলজি ডিপার্টমেন্ট (বিএসএমএমইউ), প্রিভেন্টাসহ বিভিন্ন ভ্যাকসিন সেন্টারে এই টিকা পাওয়া যাচ্ছে।
এ ছাড়া, দেশের অন্যান্য জেলার ভ্যাকসিন সেন্টারগুলোতেও ইনগোভ্যাক্স সহজলভ্য বলে ইনসেপ্টা নিশ্চিত করেছে।