হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে শুল্ক আত্মসাতের দায়ে কারাগারে দুই রাজস্ব কর্মকর্তা

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা শুল্ক আত্মসাৎ করা দুর্নীতির মামলায় দুই রাজস্ব কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম মহানগর সিনিয়র বিশেষ জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।

অভিযুক্তরা হলেন, রাজস্ব কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রবিউল ইসলাম মোল্লা। বর্তমানে তাঁরা অবসরপ্রাপ্ত। 

দুদক পিপি কাজী সানোয়ার আহমেদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা আত্মসাতের মামলায় আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। পরে তাঁদের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আজ তাঁরা আত্মসমর্পণ করে জামিন চান। আমরা রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেছি। 

দুদক পিপি আরও বলেন, এ মামলায় নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার ও বনলতা শিপিং এজেন্সির মালিক মো. আবদুল মান্নান চৌধুরী পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের নভেম্বরে ঢাকার রয়েল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি করে। প্রতিষ্ঠানটি শুল্কায়ন ও পণ্য ছাড়ের জন্য নেপচুন ট্রেডিং এজেন্সি ও বনলতা শিপিং এজেন্সিকে নিয়োগ করে। অভিযুক্তরা শুল্ক ফাঁকি দিয়ে পরস্পর যোগসাজশে ওই টাকা আত্মসাৎ করে পণ্য ছাড়িয়ে নেয়। এ ঘটনায় গত বছরের ২৪ নভেম্বর দুদক চট্টগ্রামের উপপরিচালক আবু সাঈদ মামলা করেন। 

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

সেকশন