আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা শুল্ক আত্মসাৎ করা দুর্নীতির মামলায় দুই রাজস্ব কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম মহানগর সিনিয়র বিশেষ জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন, রাজস্ব কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রবিউল ইসলাম মোল্লা। বর্তমানে তাঁরা অবসরপ্রাপ্ত।
দুদক পিপি কাজী সানোয়ার আহমেদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা আত্মসাতের মামলায় আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। পরে তাঁদের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আজ তাঁরা আত্মসমর্পণ করে জামিন চান। আমরা রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেছি।
দুদক পিপি আরও বলেন, এ মামলায় নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার ও বনলতা শিপিং এজেন্সির মালিক মো. আবদুল মান্নান চৌধুরী পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের নভেম্বরে ঢাকার রয়েল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি করে। প্রতিষ্ঠানটি শুল্কায়ন ও পণ্য ছাড়ের জন্য নেপচুন ট্রেডিং এজেন্সি ও বনলতা শিপিং এজেন্সিকে নিয়োগ করে। অভিযুক্তরা শুল্ক ফাঁকি দিয়ে পরস্পর যোগসাজশে ওই টাকা আত্মসাৎ করে পণ্য ছাড়িয়ে নেয়। এ ঘটনায় গত বছরের ২৪ নভেম্বর দুদক চট্টগ্রামের উপপরিচালক আবু সাঈদ মামলা করেন।