নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ওয়াসা প্রকল্পের নিয়োজিত চায়না ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তার মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কোতোয়ালি থানার শহীদ সোহরাওয়ার্দী হোসেন রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, বাঁশখালী কাথারিয়া এলাকার মো. আরিফ (৩৩) ও নোয়াখালী হাতিয়া উপজেলার বাসিন্দা রফিক উদ্দিন (৩০)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, মঙ্গলবার রাতে চায়না জিও কোম্পানির সাইড ইঞ্জিনিয়ার হি জিমজুসহ অন্যরা রাস্তার ওপর ওয়াসার পাইপ লাইনের কাজ করছিলেন। এ সময় ওই চীনা নাগরিক একটি পিকআপ গাড়ির ভেতর বসে ছিলেন। হঠাৎ একটি সিএনজি যোগে তিন ছিনতাইকারী এসে হি জুমজুর মোবাইল ধরে টানাহেঁচড়া করতে থাকে।
এ সময় তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে থাকা পুলিশের একটি দল তাৎক্ষণিক সেখানে গিয়ে সিএনজিসহ এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে আটক করা হয়।
জাহিদুল কবির বলেন, এ ঘটনায় কোম্পানির ফোরম্যান তুহিন ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পলাতক আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃতরা গত সাত দিনে ৪০ / ৫০টি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।