হোম > অপরাধ > চট্টগ্রাম

নার্স সেজে নবজাতক চুরি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নার্স সেজে ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানার পুলিশ। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

চুরি হওয়া ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার মমতা মাতৃসদন ক্লিনিকে নবজাতকটির জন্ম হয়। এরপর গত রোববার বিকেলে নার্স সেজে এক নারী ওই শিশুকে ইনজেকশন দেওয়ার কথা বলে ক্লিনিকের নিচতলায় নিয়ে যান। এরপর অনেকক্ষণ অপেক্ষার পরও শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে না আনায় পরিবারের লোকজন নিচতলায় গিয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু ওই নারীকে আর পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। ফুটেজে দেখা যায়, ওই নারী নবজাতকটিকে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে যাচ্ছেন। পরে তাঁরা থানার পুলিশে বিষয়টি অবহিত করেন। 

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার বেলা ৩টার দিকে মমতা মাতৃসদন ক্লিনিক থেকে কৌশলে নবজাতকটি নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধারে কাজ শুরু করে। পরে আজ ভোরে আনোয়ারা উপজেলার এক তৈরি পোশাকশ্রমিকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘নবজাতক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, লালন-পালনের জন্য তাঁরা নবজাতকটিকে চুরি করেছিলেন। 

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

সেকশন