হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর টিআইসিতে পলিথিনবিরোধী সমাবেশে বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। ছবি: আজকের পত্রিকা

পাহাড় কাটা নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলতে পারবেন না বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, পাহাড় কাটা বন্ধে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। এটা নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেললে চলবে না। পাহাড় কেটে পুনরায় সৃষ্টি করা সম্ভব নয়।

চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে আজ রোববার (১৯ জানুয়ারি) পলিথিনবিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সভায় পাহাড় কাটার বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘চট্টগ্রামের পাহাড় কাটা নিয়ে আমরা গতকাল জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছি। পাহাড় কাটে, আমি আসি আর বন্ধ করি। এভাবে টম অ্যান্ড জেরি আমি আর খেলতে পারব না। আমি আসব, ফোন করব, আপনি যাবেন, পাহাড় কাটা বন্ধ হবে, কাল আবার পাহাড় কাটবে। এসব চলতে পারে না।’

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একটা তালিকা নিয়েছি। তালিকায় মালিকদের নাম দেওয়ার কথা বললেও, তাঁরা দেননি। দুটা মালিককে গ্রেপ্তার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। আপনি গাছ কাটলে গাছ লাগাতে পারবেন, পাহাড় কেটে পাহাড় সৃষ্টি করার জাদু নেই। যদি জাদু না থাকে, তাহলে পাহাড় কাটতে দেওয়া যাবে না।’

পলিথিনের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘পলিথিন শপিং ব্যাগের বিরোধিতা আমাদের সময়ে শুরু হয়নি। এটি ২০০২ সালে নিষিদ্ধ হয়েছে। আজ ২০২৫ সালে এসে এটি বাস্তবায়নের কথা আমরা বলছি। কতটা দুর্ভাগ্য আমাদের। জনগণের স্বার্থেই পলিথিন বন্ধ করা হয়েছিল।’

সমাবেশের পর চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি বাজারে পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

পলিথিন কারখানা বন্ধ হলে মালিকেরা ক্ষতিপূরণ দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গার্মেন্টস বন্ধ হলে মালিক শ্রমিকদের ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাহলে পলিথিন কারখানা বন্ধ হলে শ্রমিকদের ক্ষতিপূরণ মালিকই দেবে। কারণ সে তার শ্রমিককে অনিরাপদ কর্মস্থলে কাজ করিয়েছে।’

শব্দদূষণ রোধে চট্টগ্রামে ক্যাম্পেইন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনি হর্ন বাজানো বন্ধ করলে শব্দদূষণ বন্ধ হবে। হর্নের বিরুদ্ধে আমরা শিগগিরই একটা ক্যাম্পেইন শুরু করে দেব।’

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

সেকশন