শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাছ শিকারের ঐতিহ্যবাহী পোলো বাওয়া উৎসব হয়েছে। ১৩০ জন শৌখিন শিকারি এতে অংশ নিয়ে বড় বড় রুই-কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নেন।
গতকাল শনিবার শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে একটি বড় পুকুরে এ পোলো বাওয়া হয়। মাছ শিকার দেখতে পাড়ে ভিড় করেন নানা বয়সী মানুষ। কেউ একটি বড় মাছ পেলেই সবাই হইহুল্লোড় করে ওঠেন। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে এ মাছ ধরা।
উৎসবে অংশ নেওয়া কাপাসিয়ার মাছশিকারি আরিফুল ইসলাম বলেন, ‘জনপ্রতি ৮০০ টাকায় টিকিট কেটে পোলো বাওয়া উৎসবে অংশ নেই। বড় বড় দুটি কাতলা ছাড়াও প্রচুর পরিমাণে মাছ পেয়েছি। এই উৎসবে সবাই মিলে আনন্দে মেতে উঠি। লাভ-লোকসানের হিসাব কেউ করেন না।’