হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

জাবি প্রতিনিধি 

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক শরিফুল ইসলাম সোহান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় শরিফুল ইসলাম সোহানের সক্রিয় অংশগ্রহণ ছিলেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একে একে হামলাকারীদের আইনের হাতে তুলে দিচ্ছি, কিন্তু কোনো এক অদৃশ্য ক্ষমতাবলে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে।

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

‘হামলাকারীদের পরিচয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে স্পষ্ট, অথচ দেখা যাচ্ছে অনেক শিক্ষক তাঁদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। ছাত্রদলে অনুপ্রবেশকারী একটা অংশও অপরাধীদের শেল্টার দিচ্ছে। আমরা চাই, ছাত্রলীগের নেতা–কর্মীদের প্রতি সবার যেন জিরো টলারেন্স থাকে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহান আজকে পরীক্ষা দিতে এসেছিল। গত জুলাই মাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আমরা অভিযুক্তদের যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনে তার নাম আছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন–শিক্ষার্থীদের ক্ষোভ ও দাবির প্রেক্ষিতে আমরা তাকে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করেছি। তার বিরুদ্ধে যথাযথ আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

সেকশন