হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ঘিওরে নবান্ন উৎসবে নদী পাড়ে হাজারো মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রামবাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে ওঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ নানা রকম আয়োজন করা হয়।

উপজেলার সাইংজুরি (রামেশ্বরপট্টি) গ্রামে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঙ্গা নদীর পাড়ে ইস্পাহানি পার্বণ নবান্ন উৎসবের আয়োজন করে ইস্পাহানির ব্র্যান্ড ‘পার্বণ’ ও প্রথম আলো ডটকম। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল খান।

ঘিওরে নবান্ন উৎসবে নদী পাড়ে হাজারো মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

উপস্থাপিকা মৌসুমী মৌয়ের সঞ্চালনায় এ সময় ইস্পাহানির উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) এইচ এম ফজলে রাব্বি, ইস্পাহানির অ্যাগ্রো প্রসেসিং ইউনিটের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, কথাসাহিত্যিক আনিসুল হক বক্তব্য দেন।

উদ্বোধনের পর শুরু হয় মানিকগঞ্জের স্থানীয় লোকশিল্পীদের পরিবেশনায় লোকসংগীতের পালা। চলে লোকসংগীত আর পিঠাপুলির আয়োজন। আসলাম উদ্দিন বয়াতি ও তাঁর দলের শিল্পীরা পরিবেশন করেন বৈঠকি গান। বিকেলে শুরু হয় স্থানীয় ব্যান্ড ‘বিদ্রোহী’র পরিবেশিত গান দিয়ে। এর মধ্যে শুরু হয়ে যায় কুইজ প্রতিযোগিতা। শিশুদের খেলাধুলার নানা ইভেন্ট। পরে স্ট্যান্ডআপ কমেডি পরিবেশন করেন মীরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়।

পার্বণ নবান্ন উৎসবে স্টলে ওঠানো হয়েছে কৃষি পণ্য। ছবি: আজকের পত্রিকা

মঞ্চ মাতান টিভি অভিনেত্রী শাহনাজ খুশী। গান শোনান জনপ্রিয় শিল্পী সুমী শবনম। অনুষ্ঠানস্থলে বসে নানা রকমের স্টল, নাগরদোলা, বানর নাচ, বায়োস্কোপ ও স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য। অনুষ্ঠানে শ্রোতারা গ্রামবাংলার ঐতিহ্য নানা সংস্কৃতির মধ্য দিয়ে উদ্‌যাপিত এমন অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। সন্ধ্যার পর আলো ম্লান হয়ে আসে। ভাঙে কালীগঙ্গা নদীপাড়ের এই মিলনমেলা।

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন