হোম > সারা দেশ > ঢাকা

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

ফরিদপুর প্রতিনিধি

রাজধানীতে একটি সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন পলাতক আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফরিদপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে হামলা চালানোর অভিযোগে দুটি মামলার আসামি জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেওয়া এই শ্রমিক লীগ নেতাকে খুঁজে পায়নি পুলিশ। কিন্তু গত বৃহস্পতিবার ঢাকায় সড়ক পরিবহনশ্রমিক ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তাঁকে বক্তব্য দিতে দেখা যাওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

সড়ক পরিবহনশ্রমিক ফেডারেশনের ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভায় একপর্যায়ে বক্তব্য দেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির। যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে এবং বিএনপির নেতার উপস্থিতিতে তাঁর বক্তব্য দেওয়া দেখে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাম মো. নাছির সরাসরি তাঁর লোকজন নিয়ে হামলায় অংশ নেন। এ ছাড়া তিন দশক ধরে ফরিদপুরের এক মূর্তিমান-আতঙ্ক ছিলেন তিনি। সন্ত্রাস, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, বিস্ফোরক বোমা প্রস্তুত, অবৈধ অস্ত্রের সরবরাহসহ অনেক মামলার আসামি তিনি। একের পর এক অপরাধে যুক্ত হয়ে পুলিশের কালোতালিকাভুক্ত সন্ত্রাসী হলেও বিভিন্ন কৌশলে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন।

রাস্তার বখাটে থেকে প্রথমে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি এবং পরে ওয়ার্ড কাউন্সিলর ও সর্বশেষ ফরিদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতিও হন তিনি। টাকা আর অস্ত্রের জোরে এই বড় পদ বাগিয়ে নেন। ছিলেন ক্রসফায়ারে নিহত ভয়ানক সন্ত্রাসী বাবু কসাইয়ের সেকেন্ড ইন কমান্ড। বলা হয়ে থাকে, বাবু কসাইয়ের হাত ধরেই ৫১ বছর বয়সী নাছিরের উত্থান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের অন্যতম সমন্বয়ক আবরাব নাদিম ইতু বলেন, ‘গোলাম নাছির তাঁর সহযোগীদের নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালিয়েছিলেন। এখন তাঁকে যদি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দিতে দেখা যায়, তা আমাদের জন্য দুঃখের বিষয়।’

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গোলাম মো. নাছির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় এজাহারভুক্ত আসামি। একটি অনুষ্ঠানের ভিডিওতে তাঁকে বক্তব্য দিতে দেখা গেছে। ভিডিওটি এসপি (পুলিশ সুপার) স্যার ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখাকে জানিয়েছেন। কিন্তু সেখানে পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। নাছিরকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

সেকশন