হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তেজগাঁওয়ে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

সরেজমিনে দেখা যায়, একটি এক্সক্যাভেটর নিয়ে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিল রেলওয়ের অন্যান্য বিভাগের কর্মচারী, রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা-পুলিশ।

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত ১০ ডিসেম্বর মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরে ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে।

এর আগে, গত ৬ জানুয়ারি মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সকল জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে রেলওয়ের পক্ষ থেকে।

আনসার সদর দপ্তরে টিডিপির মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে বেয়াই খুন

ঢাবিতে ১৫ বছরে শিক্ষক নিয়োগে অনিয়মের তথ্য সংগ্রহে সাদা দলের কমিটি

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষে মারামারি

বেক্সিমকোর বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক সমাবেশ

‘ছাগল-কাণ্ডে’ আলোচিত মতিউরকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান, গ্রেপ্তার ২৩

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত এক

ঢামেকে সরকারি ওষুধসহ আটক ১

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

সেকশন