হোম > সারা দেশ > ঢাকা

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

হামলায় আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে একে অন্যকে ‘হাইব্রিড’ বলায় বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২০টি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে আহত হয়েছেন তিনজন।

শহরের চন্ডিবে এলাকায় গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, জসিম মিয়া ও রাতুল মিয়া।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সভাপতি মো. শরীফুল আলমের সঙ্গে দেখা করতে গিয়ে দুপক্ষ বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা একে অন্যকে ‘হাইব্রিড’ বলে সম্বোধন করলে সংঘর্ষ লেগে যায়।

এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘গ্রুপিং সব এলাকায় কমবেশি থাকে। তাঁদের সঙ্গে স্থানীয় কিছু আওয়ামী লীগের দুষ্কৃতকারী ইন্ধন দিয়ে মো. শরীফুল আলমের ভাবমূর্তি নষ্ট করতে সংঘর্ষ বাধিয়েছে।’

যোগাযোগ করা হলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী আছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

সেকশন