হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে অধ্যক্ষের ওপর দুর্বৃত্তদের হামলা

ফরিদপুর প্রতিনিধি

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১৭: ৩৪
হাসপাতালে চিকিৎসাধীন মো. মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. মনজুরুল ইসলামের (৫৬) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে এশার নামাজে যাওয়ার সময় বাড়ির পাশে এই হামলা চালানো হয়।

আজ বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ মনজুরুল ইসলাম তাঁর শহরের বাসভবন থেকে এশার নামাজ পড়তে বের হন। এ সময় কলেজের সামনের রাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে একজন নেমে রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি।

এদিকে হামলার প্রতিবাদে আজ সকাল ১০টায় শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে মানববন্ধন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্তে ৪ ফেব্রুয়ারি থেকে অংশীজনের মতামত নেবে ঢাবি

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫৯ পুলিশ সদস্যকে ৭৫ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান ডিএমপির

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরু কারাগারে

সেকশন