নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অপরাধের গুরুত্ব বিবেচনায় আমরা জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করার প্রস্তুতি নিচ্ছি। কিছু কাগজপত্র হাতে এসেছে। আশা করছি, আগামী সোমবার আবেদন করতে পারব।’
সব মামলায় জামিন পাওয়ার পর গতকাল বুধবার মুক্তি পান ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তবে শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই থাকছেন তিনি।
অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটকে গতকাল বুধবার জামিন দেন আদালত। এর আগে মানি লন্ডারিং, অস্ত্র ও মাদক আইনের মামলায়ও পৃথকভাবে জামিন পান সম্রাট। এরপরই মুক্তি মেলে তাঁর। তবে দুদকের মামলায় জামিন পাওয়ায় তা বাতিলে উচ্চ আদালতে যাচ্ছে কমিশন।