হোম > সারা দেশ > ঢাকা

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদন ঢাকা

ছবি: সংগৃহীত

গত নভেম্বর মাসে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩ শতাধিক আহত হয়েছিল। সর্বশেষ আজ রোববারও এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ননী কুমার সাহা নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার দুপুরে সায়েন্সল্যাব থেকে দুই কলেজের শিক্ষার্থীরা বাসে ওঠাকে কেন্দ্র করে এই সংঘর্ষে জড়ায়। পরে আহত অবস্থায় ননী কুমার সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহত শিক্ষার্থী ননী কুমার সাহা জানান, তাঁরা কয়েকজন সায়েন্সল্যাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় তাঁর দুই বন্ধু নাহিন ও সাইদুর তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় আরও কয়েকজন আহত হলেও তাঁদের আঘাত গুরুতর নয়।

ঢাকা কলেজের শিক্ষার্থী রাসেল জানান, দুপুরে সায়েন্সল্যাবের সিটি কলেজের সামনে থেকে বাসে ওঠার জন্য ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী অপেক্ষা করছিল। সেখানে সিটি কলেজের শিক্ষার্থীরাও ছিল। বাসে ওঠার সময় সিটি কলেজের শিক্ষার্থীরা বাধা এবং ধাক্কা দেয়। এরপর তাঁরা মারধরও করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সহপাঠীরা সিটি কলেজের সামনে মার খেয়েছে এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে সিটি কলেজের দিকে আসে। সিটি কলেজের শিক্ষার্থীরা পরে তাঁদের ধাওয়া দেয়। দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হলে উভয় কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে যার যার কলেজে ফিরিয়ে নিয়ে যান।

ছবি: সংগৃহীত

ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের কলেজে ফিরিয়ে নেওয়ার পর ঢাকা কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ’দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানো হয়েছে। তারা বুঝতে পেরে চলে যায়।’

সংঘর্ষের ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো অ্যাকশনে যায়নি বলে অভিযোগ উঠেছে। এর বদলে শিক্ষকদের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, ’দুই কলেজের শিক্ষার্থীরা মারামারিতে লিপ্ত হলে, শিক্ষকেরাই সমাধান করেন।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ’ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সায়েন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।’

রাজধানীর মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

সেকশন