হোম > সারা দেশ > ঢাকা

বইমেলায় ১২টি স্টলের পরিসর বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১৩: ৫৬
ফাইল ছবি

বইমেলায় স্টল বরাদ্দে ফের পরিবর্তন আনা হয়েছে। বেড়েছে ১২টি প্রকাশনীর স্টলের পরিসর। গতকাল বুধবার বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা-২০২৫ পরিচালনা কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, অন্যপ্রকাশ ও আগামী প্রকাশনীর প্যাভিলিয়ন ২০ ফুট বাই ২০ ফুট থেকে বাড়িয়ে ২৪ ফুট বাই ২৪ ফুট করা হচ্ছে। কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুথিনিলয়, সময় প্রকাশন ও নালন্দাকে ৪ ইউনিটের পরিবর্তে ২০ ফুট বাই ২০ ফুটের প্যাভিলিয়ন দেওয়া হচ্ছে। শব্দশৈলীও ৩ ইউনিট থেকে এখন ২০ ফুট বাই ২০ ফুট প্যাভিলিয়ন পাচ্ছে।

এ ছাড়া জিনিয়াস পাবলিকেশনস, জনতা প্রকাশ (শিশু), ময়ূরপঙ্খী (শিশু) আগের নির্ধারিত ২ ইউনিট থেকে এখন ৩ ইউনিট পাচ্ছে। বাবুইয়ের (শিশু) জন্য আরেক ইউনিট বাড়িয়ে ২ ইউনিট বরাদ্দ করা হয়েছে।

গতকালের এই সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও বইমেলা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আজম। কমিটির পক্ষ থেকে সদস্যসচিব সরকার আমিন বলেন, বইমেলার সার্বিক অবস্থা ও প্রকাশকদের অধিকতর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে স্টল বরাদ্দের বিষয়ে সভায় বিস্তৃত আলোচনা করা হয়েছে। সর্বসম্মতিতে প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত ৯ জানুয়ারি বইমেলার বরাদ্দ তালিকা প্রকাশিত হলে দেখা যায়, গত বছর যাঁরা বড় প্যাভিলিয়ন পেয়েছিলেন, তাঁদের অনেককে এবার ছোট প্যাভেলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। কোনো কোনো প্রকাশনীকে প্যাভিলিয়ন ছাড়া স্টল দেওয়া হয়েছে। যাঁদের বরাদ্দে অবনমন করা হয়েছে, তাঁরা সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে সুযোগ-সুবিধা নিয়েছেন এবং টেন্ডারবাজি করেছেন এমন অভিযোগ আনা হয়।

পরে বাংলা একাডেমি ও বইমেলা কমিটির কাছে সেসব প্রকাশক ‘সুবিচারপ্রত্যাশী প্রকাশকবৃন্দ’ প্ল্যাটফর্মের ব্যানারে বেশ কিছু দাবি উত্থাপন করেন। সেগুলোর মধ্যে ছিল—আগের বছরের মতো প্যাভিলিয়ন/স্টল বরাদ্দ দেওয়া, অভিযোগ যাচাইয়ের জন্য নিরপেক্ষ কমিটি গঠন, বইমেলা প্রাঙ্গণে অন্যায়ভাবে অভিযুক্ত প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত একজন গ্রেপ্তার

ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্তে ৪ ফেব্রুয়ারি থেকে অংশীজনের মতামত নেবে ঢাবি

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫৯ পুলিশ সদস্যকে ৭৫ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান ডিএমপির

সেকশন