হোম > সারা দেশ > ঢাকা

দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে বেয়াই খুন

কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া প্রতিনিধি

নিহত আলম মিয়া। ছবি সংগৃহীত।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে ছুরিকাঘাতে আলম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আলম মিয়া চরটেকী গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে গাছ নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ বেলা সাড়ে ১২টার দিকে একটি গ্রাম্য সালিস বসে।

সালিসে নিজাম উদ্দিনের পক্ষে উপস্থিত হন তাঁর বেয়াই আলম মিয়া। কিন্তু এতে ক্ষিপ্ত হন সোহরাব উদ্দিন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ঘরে থাকা ছুরি এনে আলম মিয়াকে আঘাত করেন। আলম মিয়াকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মালয়েশিয়ায় যেতে ব্যর্থ কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান

ঘন কুয়াশায় আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ফরিদপুরের জুয়ার আসরে অভিযানে হামলা, ডিবির তিন ৩ সদস্য আহত

বন দখল করে ব্যক্তিগত রাস্তা

সাগর–রুনি হত্যা: ২০১২–তে ঢাকার গ্রিলকাটা চোরদের খুঁজছে টাস্কফোর্স

সড়ক আটকে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন, যানজটে ভোগান্তি

জাকসু নির্বাচন উপলক্ষে ‘পরিবেশ পরিষদ’ গঠন

রাজধানীর মুগদায় মামার ছুরিকাঘাতে ভাগনে নিহত

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

‘৬ মাসেও সরকার বলতে পারল না কতজন শহীদ হয়েছে’

সেকশন