প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নে বড়ইউন্দ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
নিহত আনোয়ার হোসেন কলমাকান্দার উপজেলার নাজিরপুর ইউনিয়নে আনন্দপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী। আহত অপর দুজন হলেন আনোয়ারের বাবা মকবুল হোসেন (৫৫) এবং চাচাতো ভাই মনির (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার দুর্গাপুর উপজেলার বড়ইউন্দ বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হানিফ মিয়ার মুদির দোকানে বসাকে কেন্দ্র করে, কলমাকান্দার পশ্চিম আনন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের (২৫) কথার কাটাকাটি হয় বড়ইউন্দ গ্রামের মরম আলীর ছেলে সোহেল মিয়ার (২২)।
পরে বিষয়টি মীমাংসার জন্য ঘটনার সময় উপস্থিত স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার ওই বাজারের স্বপন মিয়ার দোকানে নিয়ে যান। সেখানে মীমাংসার সময় আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মরম আলীর ছেলে সোহেল মিয়া জুয়েল মিয়া, তাঁদের বাবা মরম আলী এবং আকবর আলীর ছেলে আমছর আলী (২৫) প্রতিপক্ষের আনোয়ার হোসেন ও তার চাচাতো ভাই মনির হোসেন, বাবা মকবুল হোসেনকে ছুরিকাঘাত করে। এতে ওই তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নুর এ আলম নিহত ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ফারুক মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।