হোম > অপরাধ > ময়মনসিংহ

পাঁচ মাস বয়সী শিশুকে ছুরিকাঘাতে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ) 

ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রী জেসমিন আক্তারকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করেন শাহজাহান মিয়া (৩২)। আহত অবস্থায় জেসমিন আক্তার জীবন বাঁচাতে ঘর থেকে পালিয়ে যান। স্ত্রীকে হত্যা করতে না পেরে পাঁচ মাস বয়সী শিশুকে হত্যা করেন শাহজাহান মিয়া (৩২)। এমনকি আত্মহত্যা করতে নিজের শরীরেও ছুরিকাঘাত করেন। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটা গ্রামে ঘটনাটি ঘটে। শাহাজাহান মিয়া উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। মৃত শিশুর নাম শরীফ মিয়া। 

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শাহজাহান মিয়া ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিশু শরীফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, শাহজাহান মিয়া বেশ কয়েকদিন ধরেই মানুষ হত্যা করবে বলে নিয়মিত ঘরে ছুরি ধার দিতেন। ঘটনার দিন কোন দুর্ঘটনা ঘটতে পারে এমন সন্দেহ থেকে স্ত্রী জেসমিন আক্তার শাহজাহান মিয়াকে ঘরে আটকে রাখে। এতে ক্ষুব্ধ হয়ে শাহজাহান মিয়া প্রথমে তাঁর স্ত্রী জেসমিন আক্তারকে ছুরিকাঘাত করে। জেসমিন ঘর থেকে পালিয়ে যায়। এরই মাঝে ঘরে থাকা পাঁচ মাসের শিশু সন্তানকে জবাই করে হত্যা করে নিজের শরীরে নিজেই ছুরি দিয়ে আঘাত করে।  

শেরপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

সরিষাবাড়ীতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডির কার্য-সহকারীর আত্মহত্যা

নাশকতা মামলায় বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ গ্রেপ্তার ২

প্রতারণার শিকার তিন যুবকের সৌদিতে মানবেতর জীবন

সমন্বয়ক পরিচয়ে ভারতীয় চিনি-জিরা গুদামজাত, ২ জনকে গ্রেপ্তার করল যৌথ বাহিনী

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো জুঁইয়ের

‘কালচার’ শেখানোর নামে র‍্যাগিং, জাককানইবির ১৩ শিক্ষার্থীকে শোকজ

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনায় লরি-লেগুনা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

সেকশন