হোম > বিশ্ব > পাকিস্তান

যৌথ ব্যবসা পরিষদ গঠনে বাংলাদেশ-পাকিস্তানের চুক্তি

অনলাইন ডেস্ক    

যৌথ ব্যবসা পরিষদ গঠনে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও পাকিস্তান। ছবি: সংগৃহীত

জয়েন্ট বিজনেস কাউন্সিল বা যৌথ ব্যবসা পরিষদ গঠনে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) এবং বাংলাদেশের ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গতকাল সোমবার ঢাকায় এই সমঝোতা স্মারকে (এমওইউ) সই করে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল (পিবিজেবিসি) গঠন করা হবে। এই কাউন্সিল দুই দেশের মধ্যে বাণিজ্য সহজতর ও জোরদার করতে ভূমিকা রাখবে। এফপিসিসিআই সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরামে অংশ নেয়। সেখানেই এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রায় ১২ বছর পর পাকিস্তানি ব্যবসায়ীদের কোনো একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করলেন। পাকিস্তানি ব্যবসায়ীরা আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার প্রত্যাশা করছেন।

ফোরামে এফবিসিসিআই প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সুযোগ কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে, যা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

আতিফ ইকরাম শেখ বলেন, ‘এই বিজনেস ফোরামে বৈচিত্র্যময় খাত এবং শিল্পের প্রতিনিধিত্ব আছে। যার মধ্যে ইলেকট্রনিকস, গাড়ি, শিল্পযন্ত্র, কার্পেট, খেলনা, সিরামিক, স্যানিটারি পণ্য, হস্তশিল্প, কাপড়, প্রস্তুত পোশাক, চামড়া, গৃহস্থালি পণ্য, প্রক্রিয়াজাত খাবার, আসবাবপত্র, প্লাস্টিক পণ্য, পাটজাত পণ্য, প্রসাধনী, খেলাধুলার সামগ্রী এবং গয়না অন্তর্ভুক্ত।’

তিনি আরও জানান, প্রতিনিধি দলটি এক দিন আগে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছে। সেখানে মন্ত্রী পাকিস্তানি রপ্তানিকারকদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগিতার কথা জানান। আতিফ ইকরাম শেখ জানান, বাংলাদেশ সরকার এরই মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসার শর্ত শিথিল করেছে এবং পাকিস্তানও একই ধরনের ব্যবস্থা নিয়েছে।

শেখ বশির উদ্দিন জানান, দুই দেশ একসঙ্গে বিনিয়োগ, বাণিজ্য এবং শিল্প সম্পর্কের বিভিন্ন সম্ভাবনা খুঁজে দেখবে। পাশাপাশি তিনি পাকিস্তানি কোম্পানিগুলোকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এফপিসিসিআই সভাপতি উল্লেখ করেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিডা) সঙ্গে প্রতিনিধি দলের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে, যেখানে যৌথ বাণিজ্য উন্নয়ন কার্যক্রম, প্রতিনিধিদল বিনিময় এবং একক দেশভিত্তিক প্রদর্শনী আয়োজন নিয়ে আলোচনা হয়েছে।

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর

পাকিস্তান এয়ারলাইনসের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, তদন্তের নির্দেশ

পাকিস্তানের পাঞ্জাবে মিলল ৩২ হাজার কেজি স্বর্ণের খনি

ইমরান খানকে কারাগার থেকে গৃহবন্দী করার প্রস্তাব, পিটিআই-সরকার আলোচনায় জটিলতা

বিশ্বব্যাংক থেকে ৪০ বিলিয়ন ডলার ঋণের আশায় পাকিস্তান

ওআইসির সহযোগিতায় বাংলাদেশিদের জন্য ফেলোশিপ চালু করল লাহোর ইউনিভার্সিটি

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পাকিস্তান গিয়ে বিপদে ভারতীয় তরুণ

পাকিস্তানি পরিচয়পত্রধারী ৩ বাংলাদেশি বোন করাচিতে গ্রেপ্তার

তালেবানের পাল্টা হামলা, পাক-আফগান সীমান্তে উত্তেজনা

সেকশন