হোম > অপরাধ > রাজশাহী

মোহনপুরে গৃহবধূ নির্যাতনের মামলায় স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি, মোহনপুর (রাজশাহী)

মোহনপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওই নির্যাতিত গৃহবধূ মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। ওই গৃহবধূ হলেন বেড়া বাড়ি গ্রামের মুনতাজের মেয়ে খাদিজা খাতুন। 

জানা গেছে, খাদিজার স্বামী নিজাম উদ্দিন চাকরির সুবাদে ঢাকা থাকেন। গত ঈদের পর থেকে খাদিজা বাবা বাড়িতে ছিলেন। গত শুক্রবার শ্বশুর ফজলুর রহমান মাস্টার বেড়াবাড়ি বাবার বাড়ি থেকে খাদিজাকে মৌগাছি গ্রামে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। ওই দিন স্বামী নিজাম উদ্দিন ঢাকা থেকে বাড়িতে ফিরে ৫০ হাজার টাকা যৌতুক আনতে বলেন। একপর্যায়ে স্ত্রীকে মারপিট করেন। নিরুপায় হয়ে খাদিজা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় শনিবার রাতে খাদিজা বাদী হয়ে স্বামী নিজাম উদ্দিন (২৮), শ্বশুর ফজলুর রহমান মাস্টার (৬০) ও শাশুড়ি নিলুফা বেগমের (৪৫) নামে নারী ও শিশু আইনে মামলা করেন। মামলার রাতেই স্বামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজু আহম্মেদ বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুর-শাশুড়িকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন।

যমুনায় মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে মধ্যবয়সীর মৃত্যু

রাজশাহীতে সম্মেলনের পর ব্যানার-ফেস্টুন সরিয়ে নিল জামায়াত

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সেকশন