হোম > অপরাধ > রংপুর

লালমনিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাবেক অধ্যক্ষ নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী (৬৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ পূর্ব পাড়া এলাকার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়াজেদ আলী রাতে পাটগ্রামের রসূলগঞ্জে তাঁর নিজ বাড়ির উদ্দেশে হেঁটে রওনা হন। বাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে পেছন থেকে উপর্যুপরি মাথা, গলা ও বাম কাঁধে আঘাত করে পালিয়ে যায়। এ সময় চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওয়াজেদ আলীর বাবার নাম বছির উদ্দিন। ওয়াজেদ আলী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের লালমনিরহাট জেলার সাবেক ডেপুটি কমান্ডার কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুম আবিদ আলীর ছোট ভাই এবং পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের মামা। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্যও ছিলেন।

রুহুল আমীন বাবুল বলেন, বাসার গেট থেকে ১০ গজ দূরে দুর্বৃত্তের হামলায় আমার মামার মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অন্যান্য তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কারাবন্দী স্বামীর হত্যার হুমকিতে তটস্থ সাথী হিজড়া

মাঘের শুরু হতেই শীতে বিপর্যস্ত দিনাজপুরবাসীর জনজীবন

হিলিতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মেডিকেলে সুযোগ পেলেও মুখ মলিন

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

সেকশন